রমজানের শেষে জাহান্নাম থেকে মুক্তি মেলে
স্থ্য-সৌন্দর্য, শিক্ষা-দীক্ষা, টাকা-পয়সা, সম্পদ-ঐশ্বর্য, গাড়ি-বাড়ি, ক্ষমতা-পদমর্যাদা কোনো কিছুতেই মানবজীবনের সাফল্য আসতে পারে না যদি না জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের অধিকার অর্জন করতে পারা যায়।
মহান আল্লাহ মানবজীবনের সাফল্যের ঠিকানা বাতলাতে গিয়ে এরশাদ করেছেন, হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের সমস্ত আমল সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। যে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে, সে অবশ্যই লাভ করবে মহা সাফল্য। (সুরা আল-আহজাব : ৭০, ৭১)
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের সব আমলের বদলা পুরোপুরি বুঝিয়ে দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই চূড়ান্ত সাফল্য লাভ করবে। আর পার্থিব জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া অন্য কিছু নয়। (সুরা আল ইমরান : ১৮৫)
এ ব্যাপারে আরও হাদিস রয়েছে পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে গুনাহ মাফ করে দেন
আর এই মাসে বান্দার জন্য গুনাহ থেকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পথকে প্রতি সোজা করে দেন আমরা বলতে পারি
যে রমজান মাসের একটি মাস আল্লাহ ট্রেনিং নিয়ে যেন অর্থাৎ আগামী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারি


No comments:
Post a Comment