যেমন অজু করুন
আজুর মধ্যে চারটি কাজ ফরজ
1। একবার পূর্ণতা ধৌত করা। (সুরা মায়েদা ৬, সহীহ বুখারি, হাদিস: ১৫৩)
মুখমণ্ডলের সীমানাঘরের দীর্ঘ চুলের সংস্থান থেকে থুতনির নীচে, প্রস্থে দু'দেশের মৃত্যুর মুখোমুখি (আল কামসুল ফিকাড়া: ১/৩৭৩)
২। উভয় হাত একসময় ধৌত করা। (সুরা মায়েদা ৬, সহীহ বুখারি, হাদিস: ১৮০)
3। মাথার চার ভাগের এক ভাগ হয়ে যায়। (মহিলা, হাদিস: ৪১২)
4। উভয় পা ছখনু একবার ধৌত করা। (সুরা মায়েদা ৬, বুখারী, হাদিস: ১৮০)
যেসব অবস্থায় ওযু ওয়াজিব:
১. কাবা শরীফ তাওয়াফের ক্ষেত্রে।
২. কুরআন স্পর্শ করার ক্ষেত্রে।
আজুর মধ্যে যে কাজ করা সুন্নত
প্রভাবিত করা বিষয়সমূহ অজুতে সুন্নত। পরিবেশের সময়কালীন আমল করা উচিত নয় অজু পর্যালোচনা ও সুন্দর সুন্দর পরিবেশনা মাধ্যমে
1। আজুর শুরু করুন (বুখারি, হাদিস: ১)
২। বিসিলদা পড়া। (আবু দাউদ, হাদিস: ৯২)
3। উভয় হাতকে কবজি হিসাবে ধৌত করা। (মহিলা, হাদিস: ৩৩১, মুসনাদে আহমদ, হাদিস: ১৬২২৫)
4। রাষ্ট্রওয়াক করা। (সুনানে কুবরা, হাদিস: ১৮১, আবু দাউদ, হাদিস: ৪২)
5। কুলি করা। (মহিলা, হাদিস: ৩৩১)
6। নিকা পানি দেওয়া। (মহিলা, হাদিস: ৩৩১)
7। রোাদার রো রো রো তাহলে রো রো রো রো রো রো রো রো রো রো রো (তিরমিজি, হাদিস: ৭১৮, আবু দাউদ ১২৩)
8। প্রাকৃতিক পরিস্থিতি (মহিলা, হাদিস: ৩৩১)
9। কখনও কখনও সময় করা উচিত। (আবু দাউদ, হাদিস: ৯৭)
10। উভয় কানের জায়গাগুলি ও বৃষ্টিপাত হওয়া। (আবু দাউদ, হাদিস: ১১৬)
11। দাড়ি খিলাল করা। (আবু দাউদ, হাদিস: ১২৩)
1২। আঙ্গুল খিলাল করা। (তিরমিজি, হাদিস: ৭১৮)
13। ধোয়ার সময় পরিস্থিতি মেজে-ঘষে ধোয়া। (আবু দাউদ, হাদিস: ১২৭)
14। প্রথম প্রাকৃতিক শুকক্ষণ আগে অনুসরণ করা ধৌত করা। (সহীহ বুখারি, হাদিস: ১৩৭, দারাকুটনি ৩৯২, দাতালখিসুল হাবির: ১/২৯০)
15। প্রাকৃতিক ধোয়ার সময়টি তার মুখোমুখি হয় ক্ষা প্রাণবন্ত মুখমণ্ডল, তারপরে হাত ধোওয়া, কয়েকবার সময় হওয়া এবং পা ধোয়া (সুরা মায়েদা, হাদিস: ৬)
16। হাতের মুঠোয় ডান হাত ধৌত করা এবং হাত দিয়ে চালানো ডান পা ধোয়া। (নাসায়ি, হাদিস: ১১১)
17। মাথার সামনের অংশ থেকে কয়েক মাস শুরু করুন। (মহিলা, হাদিস: ৩৪৬)
18। গর্দান দশহ করা। (কানজুল উম্মাল ২৬১৪২, শারহী ইহিয়া লিজাবুদি: ২/৩৬৫, মৃত্যুতালিসিসুল হাবির: ১/২৮৮)
আমাদের সাইটে পোষ্ট গুলো যদি ভাল লাগে তাহলে শেয়ার করে
অন্যকে ও জানার তৌফিক দান করুন
আর আমাদের ফেসবুক পেইজ এ অবশ্যয় আপনি ১ টা লাইক দিবেন ।
আমাদের পোষ্ট গুলো পড়ার জন্য আপনাকে
অনেক অনেক মুবারক-বাদ । আবার নতুন পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইংশাআল্লাহ ।


No comments:
Post a Comment