দান বা সাদকা – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ - ইসলামিক আহবান

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Wednesday, April 1, 2020

দান বা সাদকা – আব্দুর রাজ্জাক বিন ইউসুফ


 আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করেতাদের উদাহরণ একটি বীজের মতযা থেকে সাতটি শীষ জন্মায়। প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ অতি দানশীলসর্বজ্ঞ। (সূরাবাকারা২৬১ আয়াত)

যারা স্বীয় ধনসম্পদ ব্যয় করেরাত্রে ও দিনেগোপনে ও প্রকাশ্যে। তাদের জন্যে তাদের সওয়াব রয়েছে তাদের পালনকর্তার কাছে। তাদের কোন আশংঙ্কা নেই এবং তারা চিন্তিত ও হবে না। (সূরাবাকারা২৭৪ আয়াত)

এমন কে আছে যেআল্লাহকে করজ দেবেউত্তম করজঅতঃপর আল্লাহ তাকে দ্বিগুণবহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহই সংকোচিত করেন এবং তিনিই প্রশস্ততা দান করেন এবং তাঁরই নিকট তোমরা সবাই ফিরে যাবে। (সূরাবাকারা২৪৫ আয়াত)

আমি তোমাদেরকে যা দিয়েছিতা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় কর। অন্যথায় সে বলবেঃ হে আমার পালনকর্তাআমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেনতাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। (সূরামুনাফিকুন১০

তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে কিসে বাধা দেয়যখন আল্লাহই নভোমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকারীতোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছেসে সমান নয়। এরূপ লোকদের মর্যদা বড় তাদের অপেক্ষাযার পরে ব্যয় করেছে ও জেহাদ করেছে। তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন। তোমরা যা করআল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত।(সূরাহাদিদ১০ আয়াত)

No comments:

Post Top Ad