কিছৃ হাদিস জেনে আমাদের জীবনের গুরুত্তপূন্য কথা আসুন জেনে নিওয়া হোক - ইসলামিক আহবান

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Wednesday, April 1, 2020

কিছৃ হাদিস জেনে আমাদের জীবনের গুরুত্তপূন্য কথা আসুন জেনে নিওয়া হোক



হযরত আলী ( রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.

রাসূল (স) ইরশাদ করেন.
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা :

১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া
২, কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া
৩, কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া
৪. রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা
৫, কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া
৬. নিজের যা পছন্দ অন্যের জন্যে ও তা পছন্দ করা
তিরমীযি ও দারেমী
হাদিস নং ৪৪৩৬

======================
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন: 
‘তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক তৃতীয়াংশ পড়তে পারবে?’ 

তারা এটাকে কঠিন মনে করল এবং বলল: 
‘হে আল্লাহ্‌র রাসূল! আমাদের মধ্যে কেইবা সেটা করতে সক্ষম হবে?’ 

তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : 
"এ সূরাটি (সূরা এখলাছ) একবার পড়লে পুরা কুরআনের তিন ভাগের এক ভাগ তিলাওয়াত করার সাওয়াব পাওয়া যায়।’’
======================================
হযরত আলী ( রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.

রাসূল (স) ইরশাদ করেন.
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা :

১. কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া
২, কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া
৩, কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া
৪. রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা
৫, কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া
৬. নিজের যা পছন্দ অন্যের জন্যে ও তা পছন্দ করা
তিরমীযি ও দারেমী
হাদিস নং ৪৪৩৬
================================================
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
“এমন দু’টি বাক্য আছে যা উচ্চারণ করতে খুবই সহজ, ওজন-দণ্ডের পরিমাপে খুবই ভারী, দয়াময় আল্লাহর নিকট খুবই প্রিয় (বাক্য দু’টি হলো)- 
‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি 
সুবহানাল্লাহিল ‘আযীম’
(অর্থ: মহা পবিত্র আল্লাহ্, তাঁর জন্য সমস্ত প্রশংসা। 
মহা পবিত্র আল্লাহ্, তিনি মহামহিম।)”


[মুত্তাফাকুন 'আলাইহি, বুখারী: ৬৪০৬, মুসলিম: ২৬৯৪]

=============================================
সূরা আল হাশরের শেষ তিন আয়াত এর বাংলা অনুবাদ -

তিনিই আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোন উপাস্য নেই; তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু, অসীম দাতা। 

তিনিই আল্লাহ তিনি ব্যতিত কোন উপাস্য নেই। তিনিই একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্নøশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা আলা তা থেকে পবিত্র। 

তিনিই আল্লাহ তাআলা, স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নাম সমূহ তাঁরই। নভোমন্ডলে ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়।
===================================================

বান্দার ক্ষমা সম্পর্কে আল্লাহর বানী :

নিশ্চয় মুসলমান পুরুষ, মুসলমান নারী, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, অনুগত পুরুষ, অনুগত নারী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্য্যশীল পুরুষ, ধৈর্য্যশীল নারী, বিনীত পুরুষ, বিনীত নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোযা পালণকারী পুরুষ, রোযা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাযতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাযতকারী নারী, আল্লাহর অধিক যিকরকারী পুরুষ ও যিকরকারী নারী-তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরষ্কার।


(৩৩) সূরা আল আহযাব ৩৫
=============================

হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন.

রাসূল (স) ইরশাদ করেন.
একজন মুসলিমের প্রতি অন্য মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যথা:
১.কোন মুসলমানের সাথে সাক্ষাত্‍ হলে তাকে সালাম দেয়া ।
২,কোন মুসলমান আহব্বান করলে তার আহব্বানে সাড়া দেয়া ।
৩,কোন মুসলমান হাঁচি দিলে তার জবাব দেয়া ।
৪.রোগাক্রান্ত হলে তার সেবা যত্ন করা ।
৫,কোন মুসলমান মূত্যুবরণ করলে তার জানাযায় অংশ নেয়া ।
৬.নিজের যা পছন্দ অন্যের জন্যেও তা পছন্দ করা ।


তিরমীযি ও দারেমী
হাদিস নং ৪৪৩৬
==============================


No comments:

Post Top Ad