মাল্টিমিডিয়া কুরআন স্টাডি সফটওয়্যার “যিকর” ইসলামকে জানুন - ইসলামিক আহবান

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Friday, April 13, 2018

মাল্টিমিডিয়া কুরআন স্টাডি সফটওয়্যার “যিকর” ইসলামকে জানুন

মাল্টিমিডিয়া কুরআন স্টাডি সফটওয়্যার “যিকর”

কুরআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।

টিউটোরিয়াল

১. প্রথমে এই লিংক থেকে  সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। (কোন প্রোডাক্ট কী বা সিরিয়ালের দরকার নেই)
২. এই লিংক এ ক্লিক করে বাংলা অনুবাদের ফাইলটি (bn.hoque.trans.zip) সরাসরি ডাউনলোড করুন। তর্জমাটি জহুরুল হকের করা। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।  অন্য ভাষার তর্জমা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন।
৩. আপনার পিসিতে সোলায়মান লিপি বা যেকোন ইউনিকোড বাংলা ফন্ট ইন্সটল থাকতে হবে। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।  তারপর কন্ট্রোল প্যানেল থেকে ফন্ট ফোল্ডারে পেস্ট করুন।
[সফটওয়্যারটি চালাতে জাভা রানটাইম ইনভায়রমেন্ট দরকার, যদি পিসিতে না থেকে থাকে তবে এখান থেকে জাভা ডাউনলোড করে ইন্সটল করে নিন]
৪. এবার সফটওয়্যারটি চালু করে নিচের স্ক্রিণশট অনুসরণ করুন। প্রথমে Tools>Add>Translation এ ক্লিক করুন।

৪.বিবাহ সম্পর্কিত নির্বাচিত আয়াত সমূহ যা জানা একান্ত জরুরী


আমাদের সাইটে পোষ্ট গুলো যদি ভাল লাগে তাহলে  শেয়ার  করে অন্যকে ও জানার তৌফিক দান করুন
আর আমাদের ফেসবুক পেইজ  অবশ্যয়  আপনি ১ টা লাইক দিবেন 
আমাদের  পোষ্ট গুলো পড়ার জন্য আপনাকে অনেক অনেক মুবারক-বাদ । আবার নতুন পোষ্ট নিয়ে আপনাদের  মাঝে হাজির হবো  ইংশাআল্লাহ ।

No comments:

Post Top Ad