ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করুন আর আপনার কম্পিউটারটারকে ভাল রাখুন - ইসলামিক আহবান

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Sunday, April 1, 2018

ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করুন আর আপনার কম্পিউটারটারকে ভাল রাখুন



ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করুন আর আপনার কম্পিউটারটারকে ভাল রাখুন
সাধারণত ঐসব সফটওয়্যারের বৈধ কপি উচ্চ মূল্য দিয়ে ক্রয় করতে হয়। তাই অধিকাংশ লোকই পাইরেটেড/অবৈধ কপি ব্যবহার করে থাকেন।
কিন্তু আমাদের অধিকাংশেরই এ বিষয়ে যথাযথ ধারণা নেই যে, ঠিক একই ধরণের সুবিধা সম্পন্ন সফটওয়্যার আপনি সম্পূর্ণ বিনামূল্যে বৈধভাবে পেতে পারেন। এগুলোকে সাধারণত ওপেন সোর্স সফটওয়্যার বলা হয়। যেমন: অপারেটিং সিস্টেম হিসেবে আপনি মাইক্রোসফট উইন্ডোজ এর পরিবর্তে লিনাক্স ব্যবহার করতে পারেন, মাইক্রোসফট অফিস এর পরিবর্তে LibreOffice ব্যবহার করতে পারেন ইত্যাদি। এখানে আপনি সব সুবিধাই পাবেন, অনেক ক্ষেত্রে বেশিও পাবেন, অবশ্যই বিনামূল্যে!
এখানে আপনাদের জন্য কিছু ওপেন সোর্স সফটওয়্যার দেওয়া হল।
ওপেন সোর্স অপারেটিং সিস্টেম:
ওপেন সোর্স অফিস সফটওয়্যার:
– LibreOffice
– OpenOffice
– WPS Office
অন্যান্য সফটওয়্যার:
– অভ্র কিবোর্ড
ওপেন সোর্স এবং ফ্রী সফটওয়্যার ডাউনলোড সাইটট:
www.opensourcesoftwaredirectory.com
www.linuxalt.com
www.osalt.com
নিজে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করুন এবং অন্যকে উৎসাহিত করুন, হারাম থেকে বেঁচে থাকুন!


পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার সম্পর্কে ইসলামের বিধান কি ?
পাইরেটেড সফটওয়্যার মূলত কি, তা আগে বুঝতে হবে কারন আমরা অনেকেই এ ব্যাপারে জানি না।
পাইরেটেড সফটওয়্যার:
কেউ যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরি করে বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ছাড়ে এবং একজন ক্রেতা সেটি কিনে অবৈধ ভাবে তাতে পরিবর্তন করে বাজারে বিক্রয় করে তবে সেই সব সফটওয়্যার হচ্ছে পাইরেটেড সফটওয়্যার।
মূল সফটওয়্যার প্রস্তুতকারী তার পণ্যের জন্য কিছু নিয়মনীতি তৈরি করে দেয়, সেই নিয়মনীতি ভঙ্গ করে তার সফটওয়্যার বাজারে বিক্রয় বা বিতরন করা হলে তাকে পাইরেটেড সফটওয়্যার বলে।
উদাহরন সরূপ একটি Original Software, Silver Disc -এ বাজারে বিক্রয় হচ্ছে ৭০০০ টাকা মূল্যে, কিন্তু আপনি সেটি কিনছেন ৫০ টাকা মূল্যে। তাহলে আপনি একটি পাইরেটেড সফটওয়্যার কিনলেন।
আরো পড়ুন
১.ইসলামিক সফটওয়্যার
২.জরুরি আমল
৩.জান্নাত লাভের মৌলিক আমল

৪.বিবাহ সম্পর্কিত নির্বাচিত আয়াত সমূহ যা জানা একান্ত জরুরী


আমাদের সাইটে পোষ্ট গুলো যদি ভাল লাগে তাহলে  শেয়ার  করে অন্যকে ও জানার তৌফিক দান করুন
আর আমাদের ফেসবুক পেইজ  অবশ্যয়  আপনি ১ টা লাইক দিবেন 
আমাদের  পোষ্ট গুলো পড়ার জন্য আপনাকে অনেক অনেক মুবারক-বাদ । আবার নতুন পোষ্ট নিয়ে আপনাদের  মাঝে হাজির হবো  ইংশাআল্লাহ ।

No comments:

Post Top Ad