তারাবীহ এর নামাজ বিশ রাকাত হওয়ার রহস্য - ইসলামিক আহবান

সর্বশেষ তথ্য

Post Top Ad

বিজ্ঞাপনের বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

বিজ্ঞাপন

বিস্তারিত জানতে প্রদর্শিত বিজ্ঞাপনে ক্লিক করুন

Sunday, April 1, 2018

তারাবীহ এর নামাজ বিশ রাকাত হওয়ার রহস্য


তারাবীহ এর নামাজ বিশ রাকাত হওয়ার রহস্য

কোন নামাজে কত রাকাত, রাকাতের সেই সংখ্যার তাৎপর্য কি-এসব একমাত্র আল্লাহ তায়ালা ভাল জানেন।
তিনি ছাড়া এ সম্পর্কে সঠিকভাবে কারো কোন কিছু জানা নেই। তদুপরি কোন কোন নামাজের রাকাত সম্পর্কে কোন কোন মনিষিদের সম্ভাব্য উক্তি পাওয়া যায়।
যেমন, তারাবীহ এর নামাজ বিশ রাকাত হওয়ার তাৎপর্য সম্পর্কে আল্লামা হালাবী (রহ:) বলেন যে,
প্রত্যেক পাচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজের সংখ্যা হলো- ২+৪+৪+৩+৪=১৭ সতের রাকাত আর বিতর নামাজ হলো ওয়াজিব যা ফরজ না হলেও ফরজের কাছাকাছি।
তাই ফরজের সাথে বিতরকেও যোগ করা যায়। আর সতের রাকাত ফরজের সাথে বিতরের তিন রাকাত যোগ করলে হয় বিশ রাকাত।
আর সুন্নাত নামাজ যেহেতু দেয়াই হয়েছে ফরজের সম্পুরক হিসেবে। তাই এখন লক্ষণীয় যে,
বিশ রাকাত ফরজ (ও ওয়াজিব)-এর জন্য বিশ রাকাত সুন্নাত (তারাবীহ এর নামাজ) হওয়াই যুক্তিসংগত।
(ফাতাওয়ায়ে শামী-২/৪৫, বাহরুর রা-ইক্ব-২/৬৭)

তারাবীহ নামাজের ওয়াক্ত হলো এশার নামাজের আদায়ের পর। বিধায়, আগে এশার নামাজ সুন্নাতসহ আদায় করতে হবে।
তারপর তারাবীহ এর জামাতে শরীক হবে।
(ফাতাওয়ায়ে শামী-২/৪৪)

কেউ যদি মসজিদে এসে দেখে যে বিতরের জামাত শুরু হয়ে গেছে তাহলে সে প্রথমত: এশার নামাজ আদায় করবে।
তারপর তারাবীহ না পড়েই বিতরের জামাতে শরীক হয়ে যাবে। তারপর বিতর শেষ করে তারাবীহ এর নামাজ আদায় করবে। এটাই হচ্ছে উত্তম।
তেমনিভাবে কেউ যদি এশার নামাজ আদায় করে কয়েক রাকাত তারাবীহ এর নামাজ জামাতের সাথে পড়ার পর বিতরের জামাত শুরু হয়ে যায়,
আর তার জিম্মায় তারাবীহ নামাজের আরও কয়েক রাকাত অবশিষ্ট থাকে, তাহলে সে প্রথমত: বিতরের জামাতে শরীক হয়ে যাবে।

No comments:

Post Top Ad